সাভারের দুই মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ১৮:৩৭
-2021-07-18-10-37-05.jpg)
কোরবানি ঈদ উপলক্ষে সাভারের দুই মহাসড়কে সকাল থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।পশুবাহী পরিবহনের চাপে এমন যানজট সৃষ্টি হচ্ছে বলে দাবি ট্রাফিক পুলিশের।
রোববার (১৮ জুলাই) সকালে সাভারের তিনটি মহাসড়ক ঘুরে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে গরুবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন।
খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পুরাতন ডিইপিজেড থেকে নবীনগর বাসস্ট্যান্ড পর্যন্ত ৬ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের অবস্থা স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই সৃষ্টি হয় যানজটের।
সাভার ট্রাফিক পুলিশের অ্যাডমিন আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, যানজট নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঢাকা-আরিচা মহাসড়কে সারাদিন কোনো যানজট ছিল না। এখনো খুব একটা নেই। তবে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কটি সিঙ্গেল হওয়ায় একটু যানজটের সৃষ্টি হয়েছে। সেখানেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আশা করছি দ্রুতই যানজট নিরসন হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।