শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

নীলফামারী থেকে | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০৫:৩৭

সৈয়দপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

মিথ্যা মামলায় শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মহসিন মন্ডল মিঠু। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের দারুল উলম মোড়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির অভিযোগে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শহরের নিজপাড়া এলাকার ফজলু চৌধুরীর কাছ থেকে প্রায় দশ বছর আগে জাহেদুল ইসলাম মানিক আমার বাড়ির পাশে তিন রুমের টিন সেট একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন। তিনি নিয়মিত সাত বছর ভাড়া দিলেও করোনার অজুহাতে তিন বছর থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। তাঁর কাছে ভাড়া আদায়ের ব্যাপারে আমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার শালিসি হয়েছে।

সর্বশেষ শালিসিতে তিনি বলেন আমার বাসার টিন নষ্ট হয়ে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এ টিন সংস্কার করলে আমি নিয়মিত ভাড়া পরিশোধ করব। তাই সোমবার দুপুরে বাড়ির মালিক ফজলু চৌধুরী মিস্ত্রী নিয়ে ছাদের টিন সংস্কার করছিলেন। আমার অফিসের সামনা-সামনি হওয়ায় এসময় আমি শুধু ওখানে দাড়িয়ে দেখছিলাম। পরে জানতে পারি ভাড়াটিয়া মানিক আমাকে জড়িয়ে সৈয়দপুর থানায় একটি মিথ্যা মামলা করেছেন। এটা একটি ষড়যন্ত্র মামলা। এই মামলার সঠিক তদন্ত দাবি করছি এবং এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত বাড়ির মালিক ফজলু চৌধুরী বলেন, ভাড়াটিয়া জাহেদুল ইসলাম মানিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি সহজ-সরল প্রকৃতির হওয়ায় সে আমার বাড়িটি দখলের ষড়যন্ত্র করছে। ওইদিন আমি বাড়ির টিন সংস্কার করতে গেছি। কিন্তু সে আমাকেও জড়িয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় মিথ্যা মামলা করে আমাদের হয়রানি করছে। অথচ বাড়িটি আমার স্ত্রী আনিছা বেগমের নামে। বিএস রেকর্ড ও খারিজ-খাজনাও পরিশোধ আছে।

এনএফ৭১/এনজেএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top