শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের ৯ মামলা ও ২৭ হাজার টাকা জরিমানা

ফকিরহাট | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৯:০৬

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের ৯ মামলা ও ২৭ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে মামলা ও জরিমানা করা হয়েছে। রোববার (১৭ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।

মোবাইল কোর্ট পরিচালনা কালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে পরিবহন আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ০৪টি মামলা দায়ের করা হয়। 

উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় ৩ টি অবৈধ ড্রেজার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়া উপজেলার ৩টি করাতকলে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে করাতকল লাইসেন্স বিধিমালা (২০১২) অনুযায়ী ৩টি মামলা দায়ের করা হয়। এ সময় মহাসড়কে ঝুঁকিপূর্ণ এলাকার একটি অবৈধ করাতকল বন্ধ করে দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন। 

মোবাইল কোর্ট পরিচালনার সময় ৯টি মামলার পাশাপাশি ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top