• ** জাতীয় ** রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ** কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা ** রোহিঙ্গাদের আরও সাড়ে ১১ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ** সারাদেশ ** এবার আখাউড়া দিয়ে ভারতে গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ ** লক্ষ্মীপুরে ১০ দোকান আগুনে পুড়ে ছাই ** সারাবিশ্ব ** জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন : জার্মান পররাষ্ট্রমন্ত্রী ** পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


কোটালীপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৩:৪৪

কোটালীপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) ভট্টের বাগান মন্দির কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলার উনশিয়া গ্রামের ভট্টের বাগান মন্দির চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদর ঘুরে পূরনায় মন্দির চত্ত্বরে গিয়ে শেষ হয়।

অপরদিকে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার আয়োজনে কেন্দ্রীয় কালী মন্দির চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রা দুটির উদ্বোধন করেন।

এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, ভট্টের বাগান মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকার, উপদেষ্টা রতন আচার্য, কৃষ্ণ কান্ত দে, দুলাল চন্দ্র সাহা, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top