• *** জাতীয় *** জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি *** জাতির পিতার পররাষ্ট্রনীতি আজও মেনে চলি : প্রধানমন্ত্রী *** সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী *** সারাদেশ *** দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ , আহত ৭ *** ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী যুবক গ্রেপ্তার *** সারাবিশ্ব *** পাকিস্তানে তুষার ধসে ১১ জনের মৃত্যু *** ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


বরগুনায় বঙ্গবন্ধু নৌকা জাদুঘর শীঘ্রই উদ্বোধন

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০ ১৮:২১

বরগুনায় থেকে:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নৌকা জাদুঘর নির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালের পরিক্রমায় দেশের নদী ধ্বংস হচ্ছে এবং সেইসাথে হারিয়ে যাচ্ছে বাহাড়ি ঐতিহ্যের নানা ধরনের নৌকা। একসময় দেশে অনেক রকমের নৌকা ছিল।এক একটি নৌকা ভিন্ন ভিন্ন অঞ্চলের ঐতিহ্য বহন করে, এছাড়া বঙ্গবন্ধুও নৌকায় চলাফেরা করতেন। আগামী প্রজন্মের কাছে নৌকার ঐতিহ্য তুলে ধরতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

জাদুঘরটির অবকাঠামো, বিভিন্ন রকমের নৌকা তৈরীর কাজ পুরোদমে চলছে এবং কাজ প্রায় শেষ। এখানে বিভিন্ন অঞ্চলের ১০০শ টি নৌকা স্থান পাবে এবং নৌকা নিয়ে গবেষণাও করা হবে। এভাবে কাজ এগোতে থাকলে আগামী সপ্তাহের যেকোনো দিন এর উদ্বোধন হতে পারে এমনটি জানিয়েছেন জাদুঘর নির্মাণের কর্মরত কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ৮ই অক্টোবর বরগুনা জেলা আইনজীবী সমিতির পাশে পুরনো পাবলিক লাইব্রেরী মাঠে বাংলাদেশের প্রথম নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক। বরগুনা কে এ জাদুঘরে মাধ্যমে শুধু দেশবাসী না বিশ্বব্যাপী ও নতুন করে বাংলাদেশকে চিনতে পারবে।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top