চবিতে প্রথমবার গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা
নিশি রহমান
|
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা। চট্টগ্রাম বিভাগের গবেষকদের বিভিন্ন গবেষণাকর্ম সর্বসাধারণের সামনে উপস্থাপন ও গবেষণার সংস্কৃতিকে জনপ্রিয় করার লক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ মেলা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মেলার কার্যক্রমের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ও গবেষণা মেলার সমন্বয়ক অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী, ভূগোল বিভাগের শিক্ষক ও গবেষণা মেলার সদস্য সচিব অধ্যাপক অলক পাল, চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) মডারেটর ও গবেষণা মেলার পরিচালক অধ্যাপক আদনান মান্নান প্রমুখ।
আরও পড়ুন>>> বেসরকারি মেডিক্যালের ফি বেড়েছে ৩ লাখ টাকা
চবিসহ চট্টগ্রামের সব প্রতিষ্ঠানের গবেষণা বৈচিত্র্যকে সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) যৌথ উদ্যোগে ‘চট্টগ্রাম রিসার্চ ফেস্টিভ্যাল’ শীর্ষক এ মেলা আয়োজন করা হচ্ছে।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শিশু-কিশোরদের রোবট ও অন্যান্য উদ্ভাবন নিয়ে রোবটিপে বিশ্ব চ্যাম্পিয়ন টিম 'দি টেক একাডেমির' ভার্চুয়াল রিয়েলিটি শো ও উদ্ভাবন পরিবেশনা। মেলায় সেরা গবেষক সম্মাননা, তরুণ গবেষক পুরস্কার, সেরা নারী গবেষক অ্যাওয়ার্ড, সেরা গবেষণা প্রজেক্ট, সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর গবেষণা, শিক্ষার্থীর সেরা গবেষণা, সর্বোচ্চ বই প্রকাশক, সেরা উদ্ভাবকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনকে পুরস্কার দেওয়া হবে।
মঞ্চে 'হাইলাইটেড রিসার্চ টক' অধিবেশনে নিজেদের উদ্ভাবন ও গবেষণা উপস্থাপন করবেন স্বনামধন্য আট গবেষক। পাশাপাশি থাকবে 'স্পটলাইট রিসার্চ সেশন'।
বিষয়: মেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা উদ্ভাবন ও প্রকাশনা newsflash Update News Latest News newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।