• *** জাতীয় *** সৌদি রিয়াল অতিরিক্ত রাখায় এজেন্সি মালিক আটক, বিপাকে ৮২৩ হজযাত্রী *** শর্তসাপেক্ষে এসকর্ট সুবিধা পাবেন ৪ রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী  *** ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন *** সারাদেশ *** মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক *** বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ *** সারাবিশ্ব *** সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান *** করোনার নতুন ভ্যারিয়েন্ট, সপ্তাহে ৬ কোটি আক্রান্তের শঙ্কা *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


যশোরে লেদ মেশিনে অস্ত্র তৈরি: পিস্তল, গুলিসহ আটক মিস্ত্রি

শাকিল খান | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ১৩:৪১

ছবি: সংগৃহীত

শোবার ঘরের সাথেই লেদ মেশিন বসিয়ে দেশীয় অস্ত্র তৈরি করেন যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার শাহাদত হোসেন (৪০)। সোমবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বসত ঘরের পাশের রুমে এই কারখানার সন্ধান পায় পুলিশ। এরপর ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ও এসআই নুরের পরিচালনায় অভিযান করেন।

 শাহাদতের লেদ মেশিনের ঘর থেকে উদ্ধার করেন একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম। শাহাদতকেও আটক করে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল চোপদারপাড়ায় একটি বসত ঘরের সঙ্গে লেদ বসিয়ে অস্ত্র তৈরি করা হচ্ছে। রাতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে এসময় একটি দেশী তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ  অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছি।

এর আগে গত বছর অক্টোবরে যশোর শহরের আরএন রোড এলাকার একটি লেদ মেশিন ঘরে অভিযান চালিয়ে পুলিশ ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছিল।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top