• *** জাতীয় *** জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি *** জাতির পিতার পররাষ্ট্রনীতি আজও মেনে চলি : প্রধানমন্ত্রী *** সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী *** সারাদেশ *** দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ , আহত ৭ *** ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী যুবক গ্রেপ্তার *** সারাবিশ্ব *** পাকিস্তানে তুষার ধসে ১১ জনের মৃত্যু *** ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


ময়মনসিংহের দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

শাকিল খান | প্রকাশিত: ২৪ মে ২০২৩ ১২:০১

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) সুতারপাড় ভাঙ্গা ব্রিজের পাশে তোজাম্মেল হকের রাইস মিলের সামনে থেকে ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ডাকুয়া গ্রামের শাহীন মিয়া (৪০), হুমায়ুন (২৫), স্বপন মিয়া (২৫), পলাশকান্দা গ্রামের আসিফ (২২), ও চরকৃষ্ণপুর গ্রামের মামুন মিয়া (২০)।

তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি দৌঁড়ে পালিয়ে যায়। পরে আটককৃতদের নিকট হতে ২টি দেশীয় কাঠের হাতলযুক্ত রামদা, ২টি চাকু, ৩টি বাটন মোবাইল, সাদা লাইলনের রশি ও ১টি ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ি জব্দ করা হয়।

জানা যায়, তোজাম্মেল হকের রাইস মিলের সামনে কতিপয় ডাকাত গোপনে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার জন্য ব্যাটারী চালিত মিশুক অটোগাড়িতে ছদ্মবেশে অবস্থান নেয়। এমন সংবাদ পেয়ে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং তাদেরকে হাতেনাতে আটক করেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ফুলপুর থানায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া থানা এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top