• *** জাতীয় *** সৌদি রিয়াল অতিরিক্ত রাখায় এজেন্সি মালিক আটক, বিপাকে ৮২৩ হজযাত্রী *** শর্তসাপেক্ষে এসকর্ট সুবিধা পাবেন ৪ রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী  *** ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন *** সারাদেশ *** মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক *** বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ *** সারাবিশ্ব *** সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান *** করোনার নতুন ভ্যারিয়েন্ট, সপ্তাহে ৬ কোটি আক্রান্তের শঙ্কা *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


সোনারগাঁয় নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

শাকিল খান | প্রকাশিত: ২৫ মে ২০২৩ ১২:০২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় নিখোঁজ হওয়ার ৭ দিন পর সাদেক শিকদার (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেনিখালী সেতুর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাদেক শিকদারের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামে। তিনি বেশ কিছুদিন যাবত সোনারগাঁও উপজেলার বাড়ীমজলিশ এলাকায় তার মেয়ের বাসায় থাকতেন।

নিহতের মেয়ের জামাই মোসলেউদ্দীন বলেন, গত ১৬ মে বিকালে আসরের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হন বৃদ্ধ সাদেক শিকদার। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বাবার সন্ধান না পেয়ে তার মেয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে, কারা ওই বৃদ্ধকে হত্যা করেছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top