• *** জাতীয় *** সৌদি রিয়াল অতিরিক্ত রাখায় এজেন্সি মালিক আটক, বিপাকে ৮২৩ হজযাত্রী *** শর্তসাপেক্ষে এসকর্ট সুবিধা পাবেন ৪ রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী  *** ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন *** সারাদেশ *** মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক *** বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ *** সারাবিশ্ব *** সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান *** করোনার নতুন ভ্যারিয়েন্ট, সপ্তাহে ৬ কোটি আক্রান্তের শঙ্কা *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


বাসচাপায় ২ কলেজছাত্র নিহত

শাকিল খান | প্রকাশিত: ২৫ মে ২০২৩ ১৫:৩০

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (২৫ মে) দুপুরে উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন, খোকসা উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে আবু মুছা (১৮)। একই উপজেলার পা‌ন্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে পারভেজ (২০)। দু’জনই শমসপুর ক‌লে‌জের ছাত্র।

জানা যায়, পারভেজ ও আবু মুছা মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top