বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গাড়িতে আগুন, রাস্তায় উত্তেজনা: এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১৩:৪২

ছবি: সংগৃহীত

আজ সকাল সাড়ে ৯টা, গোপালগঞ্জের উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় হঠাৎ অগ্নিকাণ্ড—দাউদাউ করে জ্বলছে পুলিশের একটি গাড়ি!

ঘটনা এনসিপির মাসব্যাপী কর্মসূচি—‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ঘিরে। আজ ছিল গোপালগঞ্জে তাদের বড় সমাবেশ। গাড়িবহর ঢোকার আগেই হামলা—এবং আগুন! এই ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য—পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। এখন তারা ভর্তি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে।

পুলিশ সুপার মিজানুর রহমান জানালেন—কারা হামলা করেছে, এখনো নিশ্চিত না। গাড়ি পুড়ে গেছে, তিন পুলিশ আহত। তবে প্রশ্ন উঠছে—গোপালগঞ্জে, যেটি আওয়ামী লীগের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি, সেখানে এনসিপির পদযাত্রা নিয়েই উত্তেজনা কেন?

গত ১ জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টি সারাদেশে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে—নতুন রাজনীতির বার্তা নিয়ে। ছাত্র-জনতার আন্দোলন থেকে গড়ে ওঠা এই দল এখন মাঠে বেশ সক্রিয়।

গোপালগঞ্জের মতো ‘সংবেদনশীল’ এলাকায় তাদের পদচারণা প্রশাসনের জন্য স্বস্তির ছিল না—আর এখন ঘটলো এই সহিংসতা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা হামলায় জড়িত—তা স্পষ্ট না হলেও উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন একটাই—আগুন কি রাজনৈতিক বার্তা হয়ে উঠছে? নাকি পরিকল্পিত উসকানি? পরবর্তী পদক্ষেপ কী হয়, তা দেখছে সারা দেশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top