রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সাভারে কোনো শ্রমিককে কারখানার মালিকপক্ষ কালো তালিকাভুক্ত করতে পারবে না—এম সাখাওয়াত হোসেন

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ১৩:২৪

ছবি: সংগৃহীত

কোনো শ্রমিককে কারখানার মালিকপক্ষ কালো তালিকাভুক্ত করতে পারবে না—এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।‎শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালুমাঠে শহীদদের স্মরণে ‘জুলাই পূর্ণজাগরণ–২০২৫’ উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন,‎“শ্রমিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। কোনো শ্রমিক যেন অন্যায়ভাবে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট। কারখানার মালিকপক্ষ শ্রমিককে কালো তালিকাভুক্ত করতে পারবে না।"‎তিনি আরও জানান,"প্রতিটি কারখানায় কমপক্ষে পাঁচটি করে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ থাকবে। পরবর্তীতে সিব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সঙ্গে শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করবেন।”


‎‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top