বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

রাজনীতি নয়, অর্থনীতিতেও চাই গণতন্ত্র! বিএনপির নতুন বার্তা

জাহানুল করিম শিমুল | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৭:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অর্থনীতি এখন আর জনগণের হাতে নেই—লুটেরাদের হাতে চলে গেছে! —বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ময়মনসিংহে এক ব্যবসায়ী সম্মেলনে।

তিনি বলেন, সরকারের কাজ হওয়া উচিত ছিল অর্থনীতিকে সহযোগিতা করা, সহজ করা, জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কিন্তু বাস্তবতা কী? ব্যাংক লুট! শেয়ারবাজার লুট! বিদেশে অর্থপাচার! মেগা প্রজেক্টের নামে দফায় দফায় দুর্নীতি!

আমীর খসরুর ভাষায়, এই সরকার মুক্তবাজার অর্থনীতি থেকে সরে এসে অর্থনীতিকে কিছু সুবিধাভোগী গোষ্ঠীর হাতে কুক্ষিগত করেছে। আর যাদের হাতে অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতাও চলে যায় তাদের কাছেই।

তাই বিএনপি বলছে—রাজনৈতিক গণতন্ত্রই যথেষ্ট নয়, চাই অর্থনৈতিক গণতন্ত্রও। জিয়াউর রহমান যে অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলেছিলেন, সেই ধারায় ফিরে যেতে চায় বিএনপি। তারেক রহমানও এখন রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে “মুক্ত অংশগ্রহণ” নিশ্চিত করার চিন্তা করছেন।

সেই বাংলাদেশে—সাধারণ পরিবারের ছেলেমেয়েরাও ব্যবসা করতে পারবে। থাকবে না আমলাতান্ত্রিক দৌরাত্ম্য। থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড—সমান সুযোগ।

আমীর খসরু বলেন, বাংলাদেশ এগুবে ব্যবসায়ীদের হাত ধরেই। ব্যবসায়ীই অর্থনীতির চালিকাশক্তি। ময়মনসিংহে আয়োজিত বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে এই কথাগুলো উঠে আসে—যেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুরের ব্যবসায়ী নেতারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top