রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

৩০ সেকেন্ডেই সব শেষ! ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ঘর!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৭:০৯

ছবি: সংগৃহীত

মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড...এই অল্প সময়েই সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামে যেন নেমে আসে প্রলয়। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ এক আকস্মিক ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে যায় বিরেন্দ্রনাথ ঢালীর বসতঘর।

ঝড়টা এতটাই হঠাৎ আর শক্তিশালী ছিল, যে ঘরের চাল মুহূর্তেই উড়ে যায়, আর আসবাবপত্রের কিছুই ঠিকঠাক থাকেনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন—সব কিছু যেন ঘটে যায় চোখের পলকে। কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। ঘর কাঁপতে থাকে, পরে ধসে পড়ে। আমার সব শেষ হয়ে গেছে।

ঝড় থামার পর ছুটে আসে প্রতিবেশীরা। কেউ ঘরের জিনিসপত্র গুছাতে সাহায্য করছেন, কেউ পানি দিচ্ছেন। কিন্তু ঘরের ছাদ হারানো এই পরিবার এখন দিশেহারা—কোথায় থাকবে, কী খাবে, কিছুই জানা নেই।

দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে এলাকাবাসী। একটা ঘূর্ণিঝড়—মাত্র ৩০ সেকেন্ড...কিন্তু তা ভেঙে দিয়েছে একটা পুরো সংসার। মানবিকতা এখন জরুরি। সাহায্যের হাত বাড়ানো কি খুব কঠিন?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top