ডেঙ্গুতে কাঁপছে গাংনী! শিশু-বয়স্ক মিলিয়ে হাসপাতালে ৭ জন, আক্রান্ত ২৮ জন!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৭:৫৩

মেহেরপুরের গাংনীতে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ! সাম্প্রতিক সময়ে গাংনী উপজেলা হয়ে উঠছে জেলার অন্যতম হটস্পট। গত দু’দিনেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন শিশু ও বয়স্কসহ ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে আসা অনেক রোগীর মধ্যে তাদের এনএস ওয়ান টেস্টে পজিটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজ জানিয়েছেন—এই রোগীদের হাসপাতালে রেখে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু চলতি মাসেই গাংনী উপজেলায় ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে—এই তথ্য দিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই প্রয়োজন—বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত সরানো এবং ডেঙ্গু হলে দ্রুত চিকিৎসা নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন—ডেঙ্গু জ্বরকে অবহেলা করলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।