বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার পূর্বাঞ্চলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, যুক্তরাষ্ট্র ও জাপানে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৭:২৪

ছবি: সংগৃহীত

রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রা—রাশিয়ায় আঘাত হেনেছে কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।ভোররাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ কেঁপে উঠে বিধ্বংসী এই কম্পনে। ভূমিকম্পের পরপরই ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায় উপকূলীয় এলাকায়।

উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার পূর্বে। এরপর কাছাকাছি অঞ্চলেই পরপর আরও দুটি কম্পন—একটি ৬.৯ মাত্রার, অন্যটি ৬.৩ মাত্রার।

কামচাটকার গভর্নর বলেন, গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প। ভূমিকম্পের পর জাপান, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়—উপকূলীয় এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করেছে—হোক্কাইডোসহ পূর্ব উপকূলে তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। ভার্জিনিয়া টেকের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। পরিস্থিতি গুরুতর। তিন মহাদেশের উপকূলজুড়ে আতঙ্ক। প্রাকৃতিক দুর্যোগ কি আবারও স্মরণ করিয়ে দিচ্ছে—নির্মমতা যখন আসে, প্রস্তুতির বিকল্প নেই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top