মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, আনুপাতিক নয়: সিইসি

আজিজুল ইসলাম | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১৫:২৯

ছবি: সংগৃহীত

শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন জানান—আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে ভোট আয়োজনের জোর প্রস্তুতি চলছে।

তিনি বলেন—ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন, কেনাকাটা চলছে, আর নির্বাচনী সীমানা নির্ধারণের শুনানি শুরু হবে রোববার থেকে। নির্বাচন হবে শুধুমাত্র সংবিধান অনুযায়ী—আনুপাতিক পদ্ধতিতে নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান—সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। যারা ভোটকেন্দ্র দখল বা অস্ত্রবাজির চেষ্টা করবে, তাদের জন্য দুঃসংবাদ—কেন্দ্র দখল হলে পুরো ভোট বাতিল হবে।

তিনি আরও বলেন—বিগত নির্বাচনে অনিয়ম করা কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না। আর যদি সরকার চাপ দেয়, তবে তিনি পদত্যাগ করবেন। সবশেষে জানান—আওয়ামী লীগ বর্তমানে বিচারাধীন থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top