কাভার্ডভ্যান উদ্ধার শেষে স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১৭:২৭

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ লরি দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বুধবার সকালে দ্রুতগতির একটি লরি ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। লরিটি দুইটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়—লরিটি অতিরিক্ত গতিতে ইউটার্ন নেওয়ার চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে দুপুর ১২টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিকেল ৫টার দিকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান সরানো হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। সাড়ে ৫টার মধ্যে মহাসড়ক পুরোপুরি সচল হয়ে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।