সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

চবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত ৬০, পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১১:৩৯

ছবি: সংগৃহীত

থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত। এর মধ্যে ২১ জনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

শনিবার রাত সোয়া ১১টার দিকে এক নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। দারোয়ানের হাতে মারধরের পর স্থানীয়রা ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা।

রাতভর সংঘর্ষে বহু শিক্ষার্থী গুরুতর আহত হন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন—গুরুতর অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত রাত ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top