বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়–বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্তের পর আজ সোমবার সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

ভোর থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীদের ব্যাগ হাতে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

গত এক মাস ধরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে আন্দোলন করছিলেন। রোববার একাডেমিক কাউন্সিলের বৈঠকে সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ভিসিসহ দুই শতাধিক শিক্ষক–কর্মকর্তাকে মিলনায়তনে অবরুদ্ধ করেন।

সন্ধ্যায় হঠাৎ বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এরপর রাতেই জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে—পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top