রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজও বিক্ষোভ করেছে ছাত্রদল। এই একই দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি।সোমবার দুপুর সাড়ে বারোটায় ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা নবীন শিক্ষার্থীদের ভোটার করার যুক্তিতে ও উপচার্য বিরোধী শ্লোগান দেন। ছাত্রদল নেতাদের দাবি, রোববার রাকসু কোষাধক্ষ্যের কার্যালয়ে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে ছাত্রদলের শান্তিপূর্ণ আন্দোলনে শিবির ও সাবেক সমন্বয়করা হামলা করে।

এসময় নারী কর্মীদের হেনস্থার ঘটনা ঘটে। যা ন্যাক্কার জনক। ছাত্রনেতারা, ২০২৪-২৫ শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এবং হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলনের সময়সীমা আজ এবং আগামীকাল আরো দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।সোমবার দুপুরে সিনেটে রাকসু নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ জানান, রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মনোনয়ন পত্র উত্তোলনের সময়সীমা সোমবার এবং মঙ্গলবার আরো দুদিন বৃদ্ধি করা হয়েছে। তবে এসময় মনোনয়ন পত্র জমা চলমান থাকবে। নবীন শিক্ষার্থীদের ভোটার করা হবে কি না আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে।

এছাড়া ডোপ টেস্টের ফলাফল দিতে দেরি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে শুরুর দিনে মনোনয়ন পত্র জমা দিতে পারেনি প্রার্থীরা। সোমবার দুপুট সাড়ে বারোটা পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি।

প্রার্থীদের ভাষ্য, গত ২৮ আগষ্ট বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত কোন প্রার্থী প্রতিবেদন পাননি। সেকারণে তারা শুরুর দিনে মনোনয়ন পত্র জমা দিতে পারছেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, অধিক সংখ্যক প্রার্থীর ডোপ টেস্ট করতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। আজ সোমবার বিকেলের মধ্যে ডোপ টেস্টের ফলাফল পাওয়া শুরু হবে। মঙ্গলবার থেকে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান শুরু হবে বলে জানান তারা।

এর আগে ছয় দিনব্যাপী চলা মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম শেষে ৩৮৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৩১৮ জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়ন তুলেছেন। এরমধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৭ জন, এজিএস পদে ৮ জন লড়ছেন ।

এই নির্বাচনে ১০ টি প্যানেলে ১৬৩ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। প্যানেলগুলো হলো, গণ ছাত্রজোট, ছাত্রদল, সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্রশিবির, নাজমুস সাকিব, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ জাগ্রত ২৪। রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৩টি, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট হবে। মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top