রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে মুখোশধারীর হামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জন মুখোশধারী দুর্বৃত্ত মই বেয়ে বাড়ির ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে এবং বাইরে থেকে ইটপাটকেল ছোড়ে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়।

হামলার সময় কাদের সিদ্দিকী বাসায় অবস্থান করছিলেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কর্মচারী ও কেয়ারটেকার জানিয়েছেন, ঘটনাটি কয়েক মিনিট স্থায়ী হয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। ওসি তানভীর আহমেদ জানিয়েছেন—এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top