দেশের তিন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০৭:১৬

সারাদেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেশ বাড়লেও আজ দেশের ৩ অঞ্চলের (শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম) ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ৪দিন টানা তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতর থেকে বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম এই ৩ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এনএফ৭১/জেএস/২০২১
আপনার মূল্যবান মতামত দিন: