রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

দিনাজপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ

দিনাজপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট গত বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিট থেকে বন্ধ হয়ে গেছে। ইউনিটটি বন্ধ হওয়ার কারণ হিসেবে জানা গেছে, গভর্নর ভালভ ও স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন স্থগিত হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, চালু অবস্থায় তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১৬০–১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হতো। এতে প্রতিদিন প্রায় ১,৬০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো। ইউনিটটি বন্ধ থাকায় দিনাজপুর ও রংপুর অঞ্চলে লোডশেডিং দেখা দিয়েছে।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট দিয়ে প্রতিদিন মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে একই ক্ষমতার ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে ওভারহোলিংয়ের কারণে বন্ধ রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ৫২৫ মেগাওয়াট হলেও তিনটি ইউনিট একসঙ্গে চালু রাখা সম্ভব হয়নি। এর ফলে পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে কয়লার মজুদ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সেখানে ৪,৪০,০০০ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। প্রতিদিন খনি থেকে গড়ে ৩,০০০ মেট্রিক টন কয়লা বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “গভর্নর ভালভ ও স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হওয়ায় তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে এবং চীনা বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে ইউনিটটি পুনরায় চালু করা যাবে বলে আশা করা হচ্ছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top