প্রতীক তালিকায় নেই শাপলা, দেওয়া অসম্ভব: ইসি কমিশনার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:২১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শাপলা প্রতীকের দাবির বিষয়ে স্পষ্ট অবস্থান নিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় আইন অনুযায়ী তা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনোয়ারুল বলেন, প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী তালিকাভুক্ত প্রতীক থেকেই প্রার্থীদের বেছে নিতে হয়। নির্বাচন কমিশন আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি নিশ্চিত করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি আশা করেন, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সব বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হবে না। এছাড়া, তিনি জোর দিয়ে বলেন, অতীতের মতো বিতর্কিত নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এবং বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।