নবম নিরাপদ সড়ক দিবস আজ: ধামরাইয়ে শোভাযাত্রা ও সচেতনতামূলক কার্যক্রম
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

আজ ২২ অক্টোবর, সারা দেশে পালিত হচ্ছে নবম নিরাপদ সড়ক দিবস। "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি"—এই প্রতিপাদ্য নিয়ে এ বছর দিবসটি উদযাপিত হচ্ছে। ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে দিনটি পালন শুরু হয়।
নিরাপদ সড়ক আন্দোলনের সূচনা হয় ১৯৯৩ সালে, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ব্যক্তিগত ট্র্যাজেডিকে কেন্দ্র করে। তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে তিনি ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলন শুরু করেন। এরপর দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে সচেতনতা কার্যক্রম চলার পর, সরকার ২০১৭ সালে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে।
দিবসটি উপলক্ষে আজ ধামরাইয়ে নিরাপদ সড়ক আন্দোলনের উদ্যোগে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও, দিবসটি ঘিরে প্রশাসনের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের একজন প্রতিনিধি।
সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণপরিবহন কর্মীদের জন্য বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা রয়েছে।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণ একান্ত প্রয়োজন—এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।