শেখ হাসিনার
তিনটি নির্বাচনে জনগন ভোট দিতে পারেনি আশরাফ উদ্দিন বকুল
নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৮
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাজী বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরজাল ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রীস আলী, নরসিংদী জেলা বিএনপির সহ–কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ইফতেখার উদ্দিন ইতু, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমদ চৌধুরী মানিক, জেলা তাতীদলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মোজাহিদ ও জিয়া মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম বাবুল প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “শেখ হাসিনার আমলে গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “রায়পুরা থেকে এমন একজন এমপি হবেন, যিনি সারা দেশের মানুষের কাছে পরিচিত হবেন। বড় বড় মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে শেখ হাসিনা পালিয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।