শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় নিহত দুই, অন্তত ১০ আহত

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:১৫

সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৩টার দিকে যমুনা লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

‎নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান সাকিব (২৪) এবং পাবনার বেড়া উপজেলার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

‎শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বাসটি এক্সপ্রেসওয়েতে প্রথমে একই লেনে থাকা অজ্ঞাত একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামান্য ক্ষতি হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত বাসের যাত্রীরা নিরাপত্তার স্বার্থে রাস্তায় নেমে অন্য পরিবহনে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়।

‎ওসি জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাস ও ট্রাক দুটিকে আটক করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top