শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারিতে দেশের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে: শফিকুল আলম

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরায় জুলাই শহীদদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন হবে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ।

‎শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা পুরো দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিলেন। জুলাই মাসে যারা আত্মদান করেছিলেন, তারা আবার দেশকে একটি নতুন গণতান্ত্রিক দেশে পরিণত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে এটির চূড়ান্ত রূপ পাবে।” তিনি জানান, প্রতি বছর ৫ আগস্ট তারা জুলাই শহীদদের স্মরণ করবেন।

‎প্রেস সচিব আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন সব দলের একমত থাকা সাপেক্ষে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য হবে। বাংলাদেশি জনগণ সবাই ভোট দেবে।”

‎তিনি অভিযোগ করেন, “গত ১৭ বছরে ভোটের ব্যবস্থা সুষ্ঠুভাবে হয়নি। নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দেওয়ার ফলে জনগণ ভোট দিতে পারেননি। এবার সেই অবস্থা থাকবে না।”

‎শফিকুল আলম দাবি করেন, “আমাদের দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচন গ্রহণযোগ্য হবে। সরকারের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আওয়ামী লীগ মানুষকে হত্যা করলেও অনুতপ্ত নয়।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top