স্ত্রী মারা যাওয়ার শোকে ১১ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও
নওগাঁ প্রতিনিধি | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:২৬
নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। স্ত্রী মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও। আজ শনিবার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মারা যাওয়া দম্পতি হলেন, কাদিবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জলিলুর রহমান (৭০) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫)। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবনে একে অপরের ছায়াস্বরূপ ছিলেন তারা।
গতকাল শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আঞ্জুয়ারা বেগম। এ খবর শোনার পরেই আরও অসুস্থ হয়ে পড়েন জলিলুর রহমান। প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে রাতেই নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টা ২৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দম্পতির ছোট ছেলে রাকিবুল হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। মা মারা যাওয়ার পর তিনি ভীষণ ভেঙে পড়েন। তাঁদের দুজনকে একসঙ্গে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম।’
স্থানীয় সাবেক ইউপি সদস্য মন্টু মৃধা জানান, এই দম্পতি এলাকার সকলের কাছে ছিলেন প্রিয় মানুষ। তিনি বলেন, ‘তাঁরা সত্যিই একে অপরের প্রাণ ছিলেন। তাই হয়তো আলাদা থাকতে পারেননি। তাদের চলে যাওয়ায় পুরো গ্রাম শোকার্ত।’
প্রায় ৪০ বছরের সুখ–দুঃখ ভাগ করে নেওয়া জীবনের শেষযাত্রায়ও পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন এই দম্পতি। তাঁদের স্মৃতি যেন অনন্তকাল জীবন্ত থাকে এমনটাই কামনা এলাকার মানুষের।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।