পাবনায় ট্রাকচাপায় স্কুলছাত্রীসহ নিহত ৩, আহত ২
পাবনা প্রতিনিধি | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৮
পাবনায় ট্রাকচাপায় স্কুলছাত্রীসহ ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মধ্যে স্কুল শিক্ষার্থী তাসনিয়া, তোহা ও ভ্যানচালক আকরাম রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।