নিষেধাজ্ঞা শেষে, ইলিশ শিকারে মেতেছে জেলেরা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:০১
২ দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গতকাল (শনিবার) মধ্যরাতে গভীর সাগরে মাছ ধরতে গেলেও অধিকাংশ জেলে এখনো ঘাটে ফিরে আসেননি। তবে নদী ও সাগর মোহনায় মাছ শিকার করা জেলেরা ফিরেছেন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে।
রবিবার সকাল থেকেই পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুরে জেলে, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। দীর্ঘ বিরতির পর বন্দরে আবারও প্রাণ ফিরেছে।
তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ইলিশের দাম বেশ চড়া। বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও তুলনামূলক কম। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়, ৮ শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, আর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গভীর সাগর থেকে জেলেরা ফিরলে ইলিশের সরবরাহ কিছুটা বাড়বে এবং দামও কিছুটা কমে আসতে পারে।
চাহিদা বেশি থাকায় বর্তমানে বাজারে ইলিশ বিক্রি হচ্ছে প্রতিযোগিতামূলক দামে, তবে স্থানীয় ক্রেতারা আশা করছেন — অল্প কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে উঠবে দাম ও সরবরাহ।
জেলা প্রতিনিধি
মনির
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।