রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ঘূর্ণিঝড়ের শঙ্কা! গভীর নিম্নচাপে সাগর উত্তাল; আসছে বৃষ্টিবলয় ‘আঁখি’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৫

সংগৃহীত

বঙ্গোপসাগরের ম্যাপে গভীর নিম্নচাপের অবস্থান।বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার নাম হবে 'মন্থা'। এটি থাইল্যান্ডের দেওয়া নাম।

আজ রোববার সকালে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ১৩৪০ কিমি, কক্সবাজার থেকে ১২৭০ কিমি, মোংলা থেকে ১৩০০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

বর্তমানে এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই দেশের সব সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’ ধেয়ে আসছে। বেসরকারি সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে, ২৮ বা ২৯ অক্টোবর থেকে এই বৃষ্টিবলয় শুরু হতে পারে। এটি খুবই শক্তিশালী হওয়ায় দেশের অনেক এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার পর তাপমাত্রা কমে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top