যশোরে শিক্ষার্থীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এইডস সংক্রমণ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৭
 
                                        সীমান্তবর্তী জেলা যশোরে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৪০ জন এইডসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ২৫ জন শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থীদের বয়স ১৭ থেকে ২৩ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আক্রান্ত ৪০ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৪ জন নারী, এবং ২৩ জন সমকামী। গত বছর যশোরে মোট ২৫ জন এইচআইভি/এইডসে আক্রান্ত ছিলেন, যাদের মধ্যে ১২ জন শিক্ষার্থী এবং পাঁচজনের মৃত্যু হয়েছিল।
বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারে মোট ২২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে খুলনা বিভাগের অন্যান্য জেলার মানুষও রয়েছেন। যশোরের জনসংখ্যা প্রায় ৩০ লাখ, যা অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় একজন এইচআইভি/এইডস রোগী রয়েছেন।
ডা. কানিজ ফাতেমা, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারের সমন্বয়কারী, জানিয়েছেন, “তরুণদের মধ্যে এইচআইভি আক্রান্তের হার বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। তাদের কৌতূহল সহলিঙ্গের প্রতি বেশি দেখা যাচ্ছে, যা সামাজিক পরিবর্তনের সঙ্গে যুক্ত।”
বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তবর্তী জেলা হওয়া এবং পারিপার্শ্বিক পরিস্থিতি এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার কারণ। তরুণ শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের এই ঊর্ধ্বগতি গভীর উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।