নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:১৯
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ শেখ (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
নিহত মাসুদ শেখ ১নং বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ তৈরি হয়। মাঠেই বিষয়টি মীমাংসা হয়। তবে রাত সাড়ে ৯টার দিকে খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে মাসুদ শেখের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে থানা সূত্র।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।