সংঘর্ষের জের: ড্যাফোডিলের ক্লাস স্থগিত, সিটি ইউনিভার্সিটি বন্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৮
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের পর সাভারের খাগান এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভয় আর আতঙ্কে জনজীবন স্বাভাবিক হয়নি।
নিরাপত্তার শঙ্কায় মঙ্গলবার (২৮ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ভূত পরিস্থিতিতে সিটি ইউনিভার্সিটি আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। উপাচার্য জানিয়েছেন, নরকীয় তাণ্ডবে বিশ্ববিদ্যালয়টি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
গত রোববার (২৬ অক্টোবর) রাতের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উভয় পক্ষ এখনও থানায় কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ড্যাফোডিল কর্তৃপক্ষ এই ঘটনা সুপরিকল্পিত দাবি করে শিক্ষার্থীদের জিম্মি করে কথিত স্বীকারোক্তি আদায়ের প্রতিবাদে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে। ঘটনার সূত্রপাত হয়েছিল থুতু ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।