মানলাম তিনি (শেখ হাসিনা) খারাপ, কিন্তু এখন যারা আছেন, তারা কী করছেন?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০২
পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ভিডিও ধারণ করে টিকটকে ভাইরাল হওয়া বায়জিদ তালুকদার আবারও আলোচনায়। জামিনে মুক্তি পাওয়ার পর সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার সেই সময়ের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।
বায়জিদ বলেন, “আগে তো কথা বলতে পারিনি। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও পরিবারের নিরাপত্তার কথা ভেবে এতদিন চুপ ছিলাম। তবে এখন তো আমরা সবাই কথা বলতে পারি। পদ্মা সেতুর নাট বল্টু খোলা নিয়ে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”
তিনি অভিযোগ করেন, ভিডিও প্রকাশের পর তাকে ভয়-ভীতি ও চাপের মুখে পড়তে হয়। “আমাকে সাত দিনের জায়গায় দশ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। আমাকে ও আমার পরিবারকে নানা ভয় দেখানো হয়েছে। এমনকি আমাকে দেশ ছাড়তেও বলা হয়েছিল। কিন্তু আমি দেশ ছাড়ব না। আমি এই দেশের নাগরিক।”
বায়জিদ আরও জানান, তার ভাইদেরও এ ঘটনায় চাকরি হারাতে হয়েছে। “আমার করা একটা ভিডিওর জন্য আমার দু’ভাইয়ের চাকরি চলে যায়। শেখ হাসিনা চলে যাওয়ার পরও আমার মামলা শেষ হয়নি। মানলাম তিনি খারাপ, কিন্তু এখন যারা আছেন, তারা কী করছেন?” — প্রশ্ন তোলেন তিনি।
সর্বশেষ তিনি চলমান মামলাটি থেকে অব্যাহতি বা মুক্তি চেয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধনের অল্প কিছুদিন পর বায়জিদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে সেতুর নাট-বল্টু খুলতে দেখা যায়। ওই ঘটনায় পুলিশ তাকে আটক করে, এবং পরবর্তীতে মামলা দায়ের করা হয়। কিছুদিন কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।