বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

বরিশাল ও পটুয়াখালীতে জামায়াতের নারী ভোটার প্রতারণা অভিযান তীব্র

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫২

ছবি: সংগৃহীত

বরিশাল ও পটুয়াখালী জেলা নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর প্রচারণা কৌশল একেবারে ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। দলটি প্রকাশ্য সমাবেশ বা ব্যানার-পোস্টারের মাধ্যমে নয়, বরং ঘরে ঘরে মহিলা ভোটারদের কাছে পৌঁছে তালিমের মাধ্যমে ভোট নিশ্চিত করছে।

জানা গেছে, মহিলা বিভাগের কর্মীরা ইসলামি সভার আড়ালে ভোটারদের উদ্বুদ্ধ করছেন। স্থানীয়রা বলছেন, ‘তালিমে কেবল নারীরা অংশ নেন। ধর্মীয় আলোচনার ফাঁকে ফাঁকে যেভাবে রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে, তা ভোটের পক্ষে প্রভাব ফেলছে।’

বরিশালের ব্রাউন কম্পাউন্ড ও কলেজ অ্যাভিনিউ এলাকায় ঘরে ঘরে তালিমে নারী ভোটাররা জামায়াতের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এক বেসরকারি চাকরিজীবী বলেন, “আমার স্ত্রী নিয়মিত তালিমে অংশ নেন। সেখান থেকেই তার বিশ্বাস জন্মেছে যে জামায়াতে ভোট দিলে সওয়াব পাওয়া যাবে।”

পটুয়াখালী-২ (বাউফল) এলাকায় কেন্দ্রীয় নেতা ডা. শফিকুল ইসলাম মাসুদকে প্রার্থী করে জামায়াত নারী ভোটারদের বাড়িতে তালিম আয়োজন করছেন। প্রতিটি ওয়ার্ডকে ভাগ করে টিমগুলো প্রায় প্রতিদিন ১০–১২টি বাড়িতে এই সভা আয়োজন করছে।

চমকপ্রদ হলো, স্বরূপকাঠি উপজেলায় জামায়াতের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা জানান, ‘আমরা ইসলামি লাইনে থাকতে চাই, তাই জামায়াতের পক্ষে কাজ করছি।’

জামায়াতের বরিশাল মহানগর আমির জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “মহিলা বিভাগের তালিম ১৭ বছর ধরে চলে। সেখানে ইসলাম ও কুরআন-হাদিস নিয়ে আলোচনা হয়। ভোট প্রচারণাও ইসলামের অংশ হওয়ায় তালিমে আলোচনা হয়।”

নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, নারী ভোটারদের এই কৌশলগত দৃষ্টি আকর্ষণ বিএনপি ও অন্যান্য দলের প্রচারণাকে কমিয়ে দিয়েছে। বিএনপির প্রকাশ্য মিছিল-সমাবেশের বিপরীতে জামায়াত ঘরে ঘরে তালিমের মাধ্যমে ভোট নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top