ইতালির স্বপ্নের ঘরে ফেরার পথে কক্সবাজারে দুই মাদারীপুরের যুবকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৩
কক্সবাজারের চকরিয়ার মাদারীপুরের রাজৈর পৌর এলাকার দুই যুবকের দুঃখজনক মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত রিয়াদের পরিবার জানায়, রিয়াদ দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে বাড়ি ফিরে মোটরসাইকেল কিনে বন্ধুদের সঙ্গে গত শনিবার কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ফেরার পথে একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত মুসার পরিবার জানায়, মুসা ইতালি যাওয়ার জন্য সকল কাগজপত্র প্রস্তুত করেছিলেন। তার ফ্লাইট নির্ধারিত ছিল আগামী ২৮ নভেম্বর।
পুলিশ জানিয়েছে, পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। এই দুর্ঘটনা ঘটে গত শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায়।
নিহতরা হলেন:
-
রিয়াদ মাতুব্বর (৩১), মাদারীপুর জেলার রাজৈরের মজুমদারকান্দি এলাকার অলিয়ারের ছেলে।
-
মুসা মোল্লা (২৮), একই উপজেলার ঘোষালকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন জানান, অজ্ঞাত একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অপরজনের মৃত্যু হয়। তারা কক্সবাজার ভ্রমণের সময় এই দুর্ঘটনার শিকার হন।
এর আগে শুক্রবার চকরিয়ার ডুলাহাজারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে। একে ২৪ ঘন্টা পার না হতেই নতুন করে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে, যা স্থানীয় মানুষদের মধ্যে শোক এবং উদ্বেগের সৃষ্টি করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।