হাজীগঞ্জে পুলিশের ফাঁদে ইয়াবা সহ আটক মডেল যুথি
চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:০৪
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) ভোরে হাজীগঞ্জ সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে যুথি (২২) এবং হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে রবিউল করিম (৩৩)।
পুলিশ জানায়, ভোরে হাজীগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মুকুর চাকমার নেতৃত্বে ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকসহ থানার একটি টিম চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ নম্বরের একটি প্রাইভেটকার তল্লাশি করে গাড়ি থেকে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার যুথি নিজেকে একজন ডান্সার দাবি করে জানান, তিনি মিরপুর-১২ পল্লবী এলাকায় বসবাস করেন এবং তার মদপানের লাইসেন্স রয়েছে। তিনি আরও বলেন, “ঢাকা থেকে চাঁদপুরে বেড়াতে এসেছিলাম, তাই এগুলো সঙ্গে এনেছিলাম।”
এ ঘটনায় হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-২৩, তারিখ: ২৯/১০/২০২৫ইং) দায়ের করেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “তল্লাশির সময় প্রাইভেটকার থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে গাড়িসহ জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।