শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

আজ রাত থেকে সাগর-নদীতে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১২:০৭

সংগৃহীত

আজ (১ নভেম্বর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ (১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ) শিকারের ওপর ৮ মাসব্যাপী নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।

‎নিষেধাজ্ঞা চলবে ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। এ সময়ের মধ্যে জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় বা মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

‎মৎস্য আইনের আওতায় নিষেধাজ্ঞা অমান্য করলে ১ থেকে ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

‎জাটকা সংরক্ষণে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম।

‎তিনি বলেন, “জাটকার অবরোধ সফল করতে কঠোর অভিযান চলবে। ইলিশ সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।”

‎অবরোধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার নিবন্ধিত ৮৯ হাজার ৪৩ জন জেলেকে ৪ মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।

পটুয়াখালী প্রতিনিধি

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top