কক্সবাজারে মিনিবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত, আহত অন্তত ২০
কক্সবাজার প্রতিনিধি | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১২:০০
কক্সবাজারের টেকনাফে শুক্রবার (৩১ অক্টোবর) রাতের দিকে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনা ঘটে টেকনাফ-কক্সবাজার হাইওয়ের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।
নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার নাগুমিয়ার ছেলে জাকির হোসাইন জেকি (মোটরসাইকেল চালক) এবং লেদা লামারপাড়ার নাজুর ছেলে নুরুল ইসলাম মুন্না (মিনিবাসের হেল্পার)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিনিবাসটি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি টমটম পড়ে গেলে মোটরসাইকেল চালক ডানদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
নিহতদের লাশ উদ্ধার ও আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুল আবচার জানান, ঘটনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।