শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

খুলনায় হুমা বাহিনীর আতঙ্ক: তিন মাসে তিনটি হত্যাকাণ্ড

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১২:২০

ছবি: সংগৃহীত

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী বাহিনীর উত্থান ঘটেছে। খুলনায় মহেশ্বরপাশা এলাকায় একের পর এক হত্যাকাণ্ড, অস্ত্রবাজি ও চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। এ এলাকায় হুমায়ুন কবির হুমা ও তার বাহিনী দাপট দেখাচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দৌলতপুর থানার মহেশ্বরপাশার বাসিন্দা হুমা (৩৭) এর বিরুদ্ধে একটি হত্যা, একটি অস্ত্র ও দুটি চাঁদাবাজির মামলা রয়েছে। ২০২৪ সালের ৯ অক্টোবর বাগেরহাটের রামপাল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। চলতি বছরের ২৪ জুলাই জামিনে মুক্তি পেয়ে আবারও এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন।

স্থানীয়রা জানাচ্ছেন, হুমার বাহিনী প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। ২৮ অক্টোবর দুটি বাড়িতে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশের অভিযান শেষে হুমার দুজন সহযোগী গ্রেপ্তার হয়েছেন।

১১ জুলাই: মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা খুন হন। গ্রেপ্তার করা হয় হুমার সহযোগী চারজন।

৩ আগস্ট: মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়ায় ঘের ব্যবসায়ী আলামিন হাওলাদার কুপিয়ে খুন হন।

১ অক্টোবর: মহেশ্বরপাশায় তানভীর হাসান শুভ খুন হন।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) তাজুর ইসলাম বলেন, এই তিনটি হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।

সন্ত্রাসী দ্বন্দ্ব ও নিরাপত্তা পরিস্থিতি

স্থানীয়দের মতে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছু পুরনো কমিউনিস্ট নেতা ও তাদের অনুসারীরা এলাকায় ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। হুমা আলাদা বাহিনী গড়ে তুলেন এবং পূর্বের সন্ত্রাসীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

দৌলতপুর থানার বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, “চার মাসে তিনটি খুন হলো, অথচ মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের ঢিলেঢালা তৎপরতার কারণে সন্ত্রাসীরা বেপরোয়া।”

কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, “হত্যাকাণ্ডে প্রশিক্ষিত ও পেশাদার লোক জড়িত। তারা দ্রুত পালিয়ে যায়। তবে বিভিন্ন এলাকা থেকে কিছুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে স্থানীয়দের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা কঠিন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top