ঢাকায় রেলপথ অবরোধ করল বৃহত্তর সিলেটবাসী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৩:২১

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় বৃহত্তর সিলেটবাসী টাঙ্গুয়ার এক্সপ্রেস চালুসহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে। শনিবার সকালে তারা এই কর্মসূচি পালন করে।

আন্দোলনকারীরা জানান, বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য তারা ঢাকায় এই অবরোধ কর্মসূচি চালাচ্ছেন। তারা সতর্ক করেছেন, তাদের দাবি মানা না হলে পুনরায় রেলপথ অবরোধ করা হবে।

অবরোধকারীদের মধ্যে একজন জানান, সকাল ১২টার দিকে একটি ট্রেন ১০ মিনিটের জন্য আটকে রাখা হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। আজকের কর্মসূচি এভাবেই শেষ হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top