সেন্ট মার্টিন উন্মুক্ত হলেও নভেম্বরে রাত কাটানো বারণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৩:৫৪

সংগৃহীত

অবশেষে সেই মুহূর্ত! দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এখনই রাত কাটাতে পারছেন না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে পর্যটকদের শুধুমাত্র দিনের বেলায় ঘুরে ফিরে আসতে হবে।

তবে সুখবর আছে! ডিসেম্বর এবং জানুয়ারি—এই দুই মাস সীমিত পরিসরে দ্বীপে রাত যাপনের অনুমতি মিলবে। তাই প্ল্যান করুন সাবধানে!দুঃখের বিষয় হলো, কর্ণফুলী এক্সপ্রেস বা বার আউলিয়া'র মতো জাহাজগুলো এখনই চলছে না। মালিক সমিতি জানিয়েছে, ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধনের সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় এই জটিলতা। যাতায়াতে সমস্যা এড়াতে যোগাযোগ রাখুন।

মনে রাখবেন, ১ ফেব্রুয়ারি থেকে পরিবেশ রক্ষার স্বার্থেই দ্বীপ বন্ধ ছিল। তাই এই তিন মাস ভ্রমণে মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের দেওয়া ১২টি কঠোর নির্দেশনা। ব্যবসায়ীরা চিন্তিত, কারণ দীর্ঘ ভ্রমণের পর রাতে থাকার সুযোগ না থাকলে পর্যটকরা নাও আসতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top