গোলাপ ও রজনীগন্ধা ফুলে বরণ, খুলনার নতুন কারাগারে স্থানান্তর ১০০ কয়েদি
এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৫:২০
গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হলো ১০০ জন কয়েদিকে। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনটি গাড়িতে করে তাদের খুলনার নতুন জেলা কারাগারে স্থানান্তর করা হয়। নতুন স্থাপনা উদ্বোধনের পর এটিই ছিল প্রথম দফায় কয়েদিদের স্থানান্তর কার্যক্রম।
স্থানান্তর প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন কারা উপ-মহাপরিদর্শক মনির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান, জেলার মুনীর হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা। ফুল দিয়ে কয়েদিদের বরণ করে নতুন কারাগারে প্রবেশ করানো হয়।
সূত্র জানায়, প্রথম ধাপে বন্দীদের নতুন কারাগারে নেওয়ার কথা ছিল গত শনিবার (২৫ অক্টোবর)। তবে খুলনার নতুন জেলা কারাগারের নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়ায় স্থানান্তরের সময়সূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এরই মধ্যে মাটি ভরাট ও অবকাঠামোগত কিছু কাজ শেষ হলেও পুরোপুরি নির্মাণ শেষ হয়নি।
কারা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, ধাপে ধাপে বাকি কয়েদিদেরও নতুন কারাগারে স্থানান্তর করা হবে। নতুন স্থাপনাটিতে আধুনিক সুযোগ-সুবিধা থাকায় কয়েদিদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।