কুয়াকাটায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১১:৫৩
কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ‘ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালায় জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের মোট ৬০ জন কর্মকর্তা অংশ নেন।
বেসরকারি সংস্থা কোডেকের ট্রেনিং সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
কর্মশালায় বক্তব্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন,
“সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনকালীন কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে এবং রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বপ্রাপ্ত আসন বা প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।”
তিনি আরও বলেন,
“নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধপরিকর। এজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্ভয়ে ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে ভোটগ্রহণের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায় নিয়ে মতবিনিময় করেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।