দুমকিতে কৃষক দলের মতবিনিময় সভা
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১২:০৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন কৃষিবান্ধব নেতা। কৃষকদের জন্য বৈপ্লবিক পরিবর্তন এনে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
শনিবার সকাল ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দুমকি উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন’ লক্ষ্যে কৃষক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণ গ্রহণ করেছে। এটি জাতির মুক্তির সনদ। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন বানচালের জন্য অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও সজাগ থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি
মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি
জেসমিন জাফর, সভানেত্রী, পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরাম
এড. তৈফিক আলী খান কবির, সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদল
সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবদল
এড. আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি, জেলা ছাত্রদল ও আইন উপদেষ্টা, পবিপ্রবি
মো. জসীমউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দুমকি উপজেলা বিএনপি
মতিউর রহমান দিপু, যুগ্ম আহ্বায়ক, দুমকি উপজেলা বিএনপি
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষকদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাংগাসিয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, লেবুখালী কৃষক দলের সাধারণ সম্পাদক সাগর হাং, দুমকি উপজেলা সহ-সভাপতি ফিরোজ আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মর্তুজা, দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ এবং দুমকি যুবদল নেতা মিজানুর রহমান লালমিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কৃষকদলের নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মনিরুল ইসলাম
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।