রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

পর্যটন স্পটে বাড়ছে শিশু নিখোঁজ: সতর্ক ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১২:২৮

সংগৃহীত

দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে সপরিবারে বেড়াতে গিয়ে দলছুট হয়ে শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনা বাড়ছে। সবচেয়ে বেশি নিখোঁজ হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতে।

ট্যুরিস্ট পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ মাসে (জানুয়ারি ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৪) দেশের বিভিন্ন স্পট থেকে নিখোঁজ ৪৪৩ শিশুকে উদ্ধার করে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শুধু কক্সবাজার সৈকতেই ৯ মাসে উদ্ধার করা হয়েছে ১৬০ শিশুকে।

ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, শিশুরা স্বভাবতই কৌতূহলী, দুরন্ত ও ডানপিটে। নতুন জায়গায় গেলে তারা আরও বেশি কৌতূহলী হয়ে দলছুট হয়ে যায়। বড় উৎসবের ছুটিতে পর্যটকের ঢল নামলে এই ঘটনা আরও বাড়ে।

এই পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজার সৈকতে ১০ সদস্যের বিশেষ উদ্ধার টিম তৈরি করেছে ট্যুরিস্ট পুলিশ। ২৭টি সিসিটিভি ক্যামেরা এবং বাইনোকুলার দিয়ে স্পেশালাইজড মনিটরিং করা হচ্ছে, যাতে দ্রুত হারানো শিশুকে খুঁজে বের করা যায়।

ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইপিজি মো. মাইনুল হাসান বলেছেন, ভ্রমণকে নিরাপদ করতে পুলিশ নিরলস কাজ করছে। তবে এখন থেকে শিশুদের প্রতি উদাসীনতার জন্য অভিভাবকদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং মুচলেকা দিয়ে শিশুকে নিতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top