সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

রাজারহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৫

ছবি: সংগৃহীত

২৫-২৬ অর্থবছরের বোরি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেছেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মো: আল ইমরান।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২৪০০ শো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর বীজ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান এবং রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক তারেকুর রহমান। এছাড়াও সাতটি ইউনিয়নের কয়েক শতাধিক সুবিধাভোগী কৃষক-কৃষাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কৃষি কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের উৎপাদন বাড়ানো এবং তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top